ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইউরোপ যাত্রায় সাগরে আরো ৭৭ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৫৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৫৯ বার


ইউরোপ যাত্রায় সাগরে আরো ৭৭ অভিবাসীর মৃত্যু

উত্তর লেবানন উপকূল থেকে ১২০ থেকে ১৫০ জন নিয়ে যাত্রা করা একটি নৌকা সিরিয়া উপকূলে ডুবে গেছে। এতে ডুবে যাওয়া নৌকার অন্তত ৭৭ জনের মৃত্যু হয়েছে। ওই নৌকা থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় সময় শুক্রবার সিরিয়া কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।

উত্তর লেবানন থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করা একটি অভিবাসী নৌকা ২২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার,পশ্চিম সিরিয়ার টারতুস শহরের কাছে ডুবে গিয়েছে বলে জানায় সিরিয়া কর্তৃপক্ষ। নৌকাডুবিতে অন্তত ৭৭ জন অভিবাসীর মারা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-ঘবাচ জানিয়েছেন, 'উদ্ধারকৃতদের মধ্যে আল-বাসেল হাসপাতালে ২০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।'

লেবাননের পরিবহনমন্ত্রী আলী হামি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, 'জীবিত উদ্ধার হওয়াদের মধ্য পাঁচজন লেবানিজ রয়েছে।'

সিরিয়ার বন্দর মহাপরিচালক সামের কব্রাসলি বেঁচে যাওয়া অভিবাসীদের বরাত দিয়ে বলেছেন, 'মঙ্গলবার নৌকাটি উত্তর লেবাননের মিনি অঞ্চল থেকে ১২০ থেকে ১৫০ জন লোক নিয়ে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেছিল। সিরিয়ার টারতুস শহরের কাছে অবস্থিত আরওয়াদ দ্বীপের কাছে সর্বপ্রথম একজন অভিবাসী যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।'

এই কর্মকর্তা আরও বলেন, নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। যদিও উক্ত শিশুর বয়স জানা এখনও সম্ভব হয়নি। ডুবে যাওয়া সম্ভাব্য জীবিতদের খুঁজে বের করার চেষ্টা এখনও অব্যাহত রয়েছে। 

সিরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা সোলাইমান খলিলের মতে, 'পুরো সিরিয়ার উপকূলের বিস্তৃত এলাকা জুড়ে অভিযান চলছে। তবে সমুদ্রের উচ্চ ঢেউ উদ্ধার অভিযানকে জটিল করে তুলছে। একটি রাশিয়ান সেনাবাহিনীর হেলিকপ্টারও জীবিতদের সন্ধানে সমুদ্রে টহল দিচ্ছে।'

লেবাননের নৌ বিশেষজ্ঞ মোহাম্মদ নুরের মতে, 'নৌকাটি সম্ভবত সাইপ্রাসের দিকে যাচ্ছিল।'

বেশ কয়েক মাস ধরে, গুরুতর অর্থনৈতিক সংকট থেকে বাঁচতে লেবাননের বহু নাগরিক এবং দেশটিতে অবস্থানরত অভিবাসীরা ইউরোপের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে। বিশেষত বড় মাছ ধরার নৌকায় যাত্রার সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সূত্র: ইনফোমাইগ্রেন্টস

টিএইচও/ডেস্ক/কেএইচ/


   আরও সংবাদ