ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অর্থনৈতিক সংকট: পদত্যাগ করছেন পাকিস্তানের অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২২ ১৭:০৯ অপরাহ্ন | দেখা হয়েছে ২৬৩ বার


অর্থনৈতিক সংকট: পদত্যাগ করছেন পাকিস্তানের অর্থমন্ত্রী

চরম অর্থনৈতিক সংকটের মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। রোববার একটি টুইটবার্তায় তিনি এমনটি জানান। 

টুইটে পাকিস্তানের অর্থমন্ত্রী বলেন, আমি মৌখিকভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। পাকিস্তানে পৌঁছে আমি আনুষ্ঠানিক পদত্যাগ করব।

মিফতাহ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বর্তমানে লন্ডনে রয়েছেন এবং আগামী সপ্তাহের শুরুতে তারা পাকিস্তানে ফিরবেন।

তিনি বলেন, ‘পাকিস্তানে পৌঁছে আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করব।’

মিফতাহ তার টুইটে উল্লেখ করেন, দুবার অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করাটা গর্বের বিষয়।

পাকিস্তানের অর্থনীতি ক্রমাগতভাবে অস্থির সময় পার করছে। আর সাম্প্রতিক বিধ্বংসী বন্যার কারণে সেই সংকট আরও চরম আকার ধারণ করেছে। বন্যায় পাকিস্তানের আনুমানিক ৩০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে এবং দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সূত্র: রয়টার্স  ও আল-জাজিরা।


   আরও সংবাদ