ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২২ ০৯:১৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৮৫ বার
রাজধানীর উত্তরার একটি বারে অভিযান চালিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার বোতল দেশি-বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। বারটিতে মদ বিক্রি ছাড়াও অসামাজিক কার্যক্রম হতো বলে দাবি গোয়েন্দা পুলিশের। এদিকে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার জানান, বারটির বৈধ কাগজপত্র আছে কি-না এবং বিদেশি মদ কোন প্রক্রিয়ায় আনা হয়েছে, তা তদন্তাধীন।
লাইসেন্সবিহীন মদের বার স্থাপন এবং অসামাজিক কার্যকলাপের অভিযোগে বৃহস্পতিবার রাত ১০টা থেকে রাজধানীর উত্তরার-১৩ নম্বর সেক্টরের কিংফিসার রেস্টুরেন্টের লেক ভিউ বারে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।
অভিযানে দুইশ’র বেশি বিদেশি মদ ও সাড়ে ৫ হাজার বোতল বিয়ার জব্দ করা হয়। এ সময় বারের কর্মচারীসহ একশ’রও বেশি মানুষকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে গ্রেপ্তার দেখানো হয় বারের ৩৮ কর্মচারীকে।