ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রধানমন্ত্রী সময় দিলে একশো সেতু উদ্বোধন: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২২ ১৫:০৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৩২৮ বার


প্রধানমন্ত্রী সময় দিলে একশো সেতু উদ্বোধন: ওবায়দুল কাদের

দেশের বিভিন্ন স্থানে নির্মিত ১০০টি সেতু উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রীর কাছে ইতোমধ্যে সামারি পাঠানো হয়েছে। তিনি যখন সময় দেবেন, তখন সেতুগুলো উদ্বোধন করা হবে। এমনটাই বললেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

আজ রোববার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

 

মন্ত্রী বলেন, একটা প্রকল্প আমাদের গলার কাটা হয়েছে৷ সেটি হলো বাস র‍্যাপিড ট্রানজিট। এটা আমি আসার আগেই নেয়া হয়েছিলো। এই প্রকল্প কতটা বাস্তবসম্মত ছিল, তাতে ভাবনার ঘাটতি ছিলো।

 

তিনি বলেন, বিআরটিসি এখন লাভের ধারায় ফিরেছে। গত কয়েক বছরে তারা ভালো করেছে।

 

এর আগে গত ১০ অক্টোবর গণভবনে কালনা ও শীতলক্ষ্যা নদীর ওপর ২টি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, চলতি মাসের শেষ নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একযোগে ১০০টি সেতু উদ্বোধন করবেন।

 

তিনি বলেন,  ‘এটা দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর উপহার।’


   আরও সংবাদ