ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২২ ১৮:০৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৮১ বার
পাহাড়ে জঙ্গি গোষ্ঠী প্রশিক্ষণ নিচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই অভিযান এখনও অব্যাহত আছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তবে অভিযানের খবর পেয়ে জঙ্গিরা তাদের অবস্থান পাল্টিয়েছে বলে জানিয়েছেন তিনি।
রোববার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।
র্যাব কর্মকর্তা বলেন, আমরা যে অভিযান চালিয়েছি সেখানে একটি ক্যাম্প পেয়েছি। যে ক্যাম্পে প্রশিক্ষণ এবং আশ্রয় দেওয়া হতো। সেটি আমরা গুঁড়িয়ে দিয়েছি এবং যারা জড়িত তাদের গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত জঙ্গিদের সঠিক অবস্থান আমরা জানতে না পারব ততদিন অভিযান অব্যাহত থাকবে।
র্যাব জঙ্গি নির্মূল করতে না পারলেও নিয়ন্ত্রণ করতে পেরেছে দাবি করে তিনি বলেন, জঙ্গিরা সমতলে আইনশৃঙ্খলা বাহিনীর অব্যাহত অভিযানের কারণে টিকতে পারেনি। ফলে তারা পাহাড়ে গিয়ে অবস্থান নিয়েছে। তারা সমতলে শান্তিতে ছিল না। আমরা আমরা জঙ্গি নির্মূল করতে না পারলেও নিয়ন্ত্রণ করতে পেরেছি। অনেক দেশের কাছে এটি একটি রোল মডেল। পার্বত্য চট্টগ্রামে আমরা কিন্তু এখন নিয়মিত অভিযান পরিচালনা করছি। যেখানেই তথ্য পাচ্ছি সেখানেই আমরা যাচ্ছি। আমরা কিন্তু ছোট ছোট কয়েকটি ক্যাম্প পেয়েছি, যেখানে জঙ্গিদের অবস্থান ছিল; কিন্তু আমাদের সাঁড়াশি অভিযানের কারণে তারা অবস্থান পরিবর্তন করেছে।
কমান্ডার খন্দকার আল মইন বলেন, আমরা যেখানে অভিযান পরিচালনা করছি সেটি অত্যন্ত গহীন এবং দুর্গম অঞ্চল। যেখানে পাহাড়ের উচ্চতা এভারেজ আড়াই হাজার ফিট। এখানে কিন্তু অভিযান পরিচালনা করা অনেকটা দুরূহ আবার। একইভাবে তারা ঘনঘন স্থান পরিবর্তন করছে বা গোপনে থাকছে, তাদের জন্য অনেকটা সহজ আত্মগোপনে থাকা। গত ১০ অক্টোবর রাত থেকে আমরা অভিযান পরিচালনা করছি। কিছু ক্যাম্প পেয়েছি আবার সেখানে তাদের পাইনি। সর্বশেষ বিলাইছড়ি ও রোয়ানছড়িতে অভিযান চালিয়ে দুটি ক্যাম্প পেয়েছি, সেখান থেকেই এতগুলো জিনিস উদ্ধার করা হয়েছে। ক্যাম্পগুলো যে স্থানে সেইখান থেকে মুভ করার মতো। ফলে তারা সহজে চলে গেছে।