ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আ’ লীগ বিএনপির আন্দোলনের পতনধ্বনি শুনতে পাচ্ছে: কাদের

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ নভেম্বর, ২০২২ ১৩:০৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৭৫ বার


আ’ লীগ বিএনপির আন্দোলনের পতনধ্বনি শুনতে পাচ্ছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামরিক আমলে সংবিধান বহুবার কচুকাটা হয়েছে। সেই সুযোগ আর নেই। আগামী নির্বাচনও হবে সংবিধান অনুযায়ী। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের শিল্প বিষয়ক সভায় বক্তব্য দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ১৯৭১ সালের প্রতিশোধ নিতেই ’৭৫ সালের ঘটনা ঘটানো হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বিরোধী দলের সমাবেশে বাধা দেয়া হচ্ছে না। বাধা দেয়া হবে না। তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছে।

দলটির দুই নেতাই দণ্ডিত। আর বেগম জিয়া এতিমের টাকা লুটপাটের দায়ে দণ্ডিত। বেগম জিয়াকে বিএনপি মুক্ত করতে পারেনি। সরকার মানবিক দিক বিচার করে তাকে বাসায় থাকার সুযোগ দিয়েছে।

তিনি আরও বলেন, তারা (বিএনপি) বাড়াবাড়ি করছে, ১০ ডিসেম্বর সরকারের পতন ঘটিয়ে বিজয় মিছিল করবে বলে হুমকি দিচ্ছে। সরকারের পতন নয়, বরং আওয়ামী লীগ বিএনপির আন্দোলনের পতনধ্বনি শুনতে পাচ্ছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ পালাবে না, প্রয়োজনে জেলে যাবে।

দ্রব্যমূল্য নিয়ে তিনি বলেন, মানুষ খুব কষ্টে আছে। সেটির সমাধানই এখন মুখ্য বিষয়। সংকট থেকে পরিত্রাণই এখন সরকারের প্রধান কাজ।


   আরও সংবাদ