ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৮ নভেম্বর, ২০২২ ১৫:১৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৯৫ বার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের শেষ অবস্থান ছিল কেরানীগঞ্জ। ফারদিনের মৃতদেহ উদ্ধারের পর তার বন্ধু ও বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
রাজধানীর রামপুরা থেকে নিখোঁজের তিন দিন পর সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা বুশরা ও শীর্ষ সংশপ্ত নামে ফারদিনের দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছি। তবে কাউকে আটক করা হয়নি। সব সিসিটিভি ফুটেজ এখনও আমাদের সংগ্রহ করা হয়নি। ফারদিনের বাবার জিডির পর পুলিশের সব ইউনিট তাকে উদ্ধারের চেষ্টা করেছিলাম। তবে আমরা তাকে জীবিত উদ্ধার করতে পারিনি।