ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২২ ১৩:২৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৯৩ বার
চাহিদার প্রবৃদ্ধি কমিয়ে আনা এই সময়ে অর্থনীতির জন্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবাই এ বিষয়ে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক সম্মেলনে এ তথ্য জানান গভর্নর। বলেন, ওভার ইনভয়েসিং রোধে সব ধরনের এলসি পরীক্ষা করে দেখা হচ্ছে। বিলাসী পণ্যের দাম কম দেখিয়ে রাজস্ব ফাকি দিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। এসব বাণিজ্যের দায় মেঠানো হচ্ছে হুন্ডির মাধ্যমে।
কর-জিডিপির অনুপাত কম এ তথ্য উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম মান্নান বলেন, কর-জিডিপি অনুপাত আসলেই কী এতো মন্দ? এ সময়ে এতো প্রবৃদ্ধি তাহলে কিসের ভিত্তিতে হলো?
এম এ মান্নান জানিয়েছেন, সেপ্টেম্বর-অক্টোবরে ধীরে ধীরে মূল্যস্ফীতি কমছে। জনজীবনে এর ইতিবাচক প্রভাব পড়বে।