ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৩ ১৪:২১ অপরাহ্ন | দেখা হয়েছে ৩২৩ বার
রূপচর্চায় লেটুসপাতালেটুসপাতা
খাদ্য তালিকায় যেমন লেটুসপাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রূপচর্চায় ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেটুসপাতার তৈরি সহজ একটি ফর্মুলা ব্যবহার করলে ত্বক হয়ে উঠবে কোমল ও মসৃণ।
যা যা লাগবে
♦ এক কাপ পরিমাণ পানি।
♦ লেটুসপাতা।
♦ গোলাপজল।
যেভাবে ব্যবহার করবেন
এককাপ পরিমাণ পরিষ্কার পানিতে কয়েকটি লেটুসপাতা ফুটিয়ে ঠাণ্ডা করে পানি ছেঁকে নিয়ে তার সঙ্গে আধা চা-চামচ গোলাপজল মিশিয়ে নিতে হবে। এবার এ পানি মুখে, গলায় আর হাত-পায়ে লাগিয়ে আধা ঘণ্টা বসে থাকতে হবে। তারপর অল্প গরম পানিতে হাত, মুখ, গলা ও পা ধুয়ে ফেলতে হবে। এবার ঠাণ্ডা পানিতে পুনরায় সব স্থান ধুয়ে নিলে ত্বক হয়ে উঠবে কোমল ও মসৃণ।