ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:০২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৯২ বার
দেশে আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী ঢোকার চেষ্টা করলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আগাম সেই তথ্য পেয়ে যাবে। এ ছাড়া কোনো শীর্ষ অপরাধী ঢাকা ছাড়ার চেষ্টা করলে সেই তথ্যও পেয়ে যাবে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন প্রযুক্তি চালু করার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এ প্রযুক্তির বাস্তবায়ন হলে দেশের বিমানবন্দর হয়ে অপরাধীদের আসা-যাওয়া প্রায় বন্ধ হয়ে যাবে। এই প্রযুক্তিটি অ্যাডভানস প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস) নামে পরিচিত।
বেবিচকের দাবি, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় এপিআইএস প্রযুক্তি ভূমিকা রাখবে।
বেবিচকের এক কর্মকর্তা জানান, আকাশপথে আন্তর্জাতিক সন্ত্রাস ও অপরাধ বাড়ছে। এতে সীমান্ত নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহের ওপর চাপ বাড়ছে। এ প্রযুক্তির মাধ্যমে আন্তঃদেশীয় অপরাধসহ চোরাচালান বন্ধ করে সার্বিকভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
এ বিষয়ে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান গণমাধ্যমে বলেন, এপিআইএস বাস্তবায়নের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। তারা একটি কারিগরি প্রস্তাব দিয়েছে, সেটি যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত চুক্তি হবে। এরপর এপিআইএস বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে।