ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দেশের মানুষ ব্যর্থ সরকারের কবল থেকে মুক্তি চায় : শামা ওবায়েদ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১১ মার্চ, ২০২৩ ১৯:৫৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৭৬ বার


দেশের মানুষ ব্যর্থ সরকারের কবল থেকে মুক্তি চায় : শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ বিপাকে আছে। সবকিছু মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষ এখন অসহায়। বাজার নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ। আওয়ামী লীগের ব্যবসায়ী সিন্ডিকেটের কারণেই জিনিসপত্রের দাম বাড়ছে। তাদের লুটপাটের কারণেই দেশের এই করুণ অবস্থা। দেশের মানুষ এই ব্যর্থ সরকারের কবল থেকে মুক্তি চায়।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শনিবার (১১ মার্চ) বিকেলে শহরের পুরানবাজার মেলবোর্ন প্লাজার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, বর্তমান সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। বাজারে যেমন নিয়ন্ত্রণ নেই, একইভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো নিয়ন্ত্রণ নেই, উৎপাদনে নিয়ন্ত্রণ নেই। দুর্নীতির কারণে এমন একটা পর্যায়ে চলে গেছে যে প্রতিটি ক্ষেত্রে নিয়ন্ত্রণ হারিয়েছে। গ্যাস, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার পরই দ্রব্যমূল্য বেড়েছে। এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দ্রব্যমূল্য কমবে না। তাই অবিলম্বে সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ জনগণ মারাত্মক সমস্যার মধ্যে পড়েছেন। তাদের এখন অত্যন্ত কষ্টের মধ্যে দিন অতিবাহিত করতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে খালেদা জিয়ার মুক্তি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবি জানান তিনি।

মানববন্ধন কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, সাবেক যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন মৃধাসহ অনেকে।


   আরও সংবাদ