ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৫ মার্চ, ২০২৩ ১৩:৪৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৭৮ বার
রমজান মাসে নিত্যপন্যের বাজারদর দেখতে রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে সকাল সাড়ে ১০টায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ বিভাগ) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের অভিযান পরিচালনা করার কথা ছিল। সেই মোতাবেক সাড়ে ১০টার সময়ই ভোক্তার অভিযানিক দল পৌঁছায় নিউমার্কেট এলাকায়।
কিন্তু সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মার্কেটের মাইকে ঘোষণা শোনা যায়, ‘সম্মানিত নীচতলার মুদি, মনোহারি, মাছ-মাংস, মুরগি, ডিম এবং নিত্য প্রয়োজনীয় দোকান মালিকদের জানানো যাচ্ছে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার দর মনিটরিং কার্যক্রম চলছে। তাই আপনার দোকানের প্রয়োজনীয় পণ্যর মূল্য তালিকা যথাস্থানে সংরক্ষণ করুন।’