ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৩ ১৭:২২ অপরাহ্ন | দেখা হয়েছে ৩০৪ বার
বিএনপি স্বাধীনতার আদর্শে বিশ্বাস করে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা মুক্তিযুদ্ধের চেতনাও ধারণ করে না। এটা আজ বাংলাদেশে প্রমাণিত সত্য।
আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্বে একটা মহল এখনো স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত দিবসগুলোকে অস্বীকার করে, তারা পালন করে না; তারা উপেক্ষা করে। এর মধ্যে ১৭ এপ্রিল একটি। এদিন দেখা যাবে বিএনপির কোনো কর্মসূচি নেই, তারা পালন করে না। ৭ মার্চের যে ভাষণ একটি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছে; তারা স্বীকারও করে না, পালনও করে না। আমাদের স্বাধীনতার পথে স্বাধিকার সংগ্রামে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলকের নাম হচ্ছে ৭ জুন, তারা পালনও করে না, স্বীকারও করে না। এরা নাকি স্বাধীনতায় বিশ্বাসী।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের আরও বলেন, জিয়াউর রহমান যা শুরু করে দিয়ে গেছেন, সেই ধারা বিএনপি এখন অব্যাহত রেখেছে। তারা বিজয় দিবস পালন করে, কিন্তু বিজয়ের মহানায়ক (বঙ্গবন্ধু) ছাড়া। ক্ষমতায় থাকতেও তারা যে কাজ করেছে, এখনো তারা সেই অনুসারী। তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণও করে না, স্বাধীনতার আদর্শে তারা বিশ্বাসও করে না।
নেতাকর্মীর উদ্দেশে কাদের বলেন, ‘আমরা মুজিবনগর দিবস পালন করব। কে কীভাবে সহযোগিতা করবেন, এ বিষয়টি নিয়ে আলোচনা করতে আপনাদের ডাকা হয়েছে।’