ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৮ জুন, ২০২৩ ০৯:৫৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬৫ বার
চট্টগ্রাম থেকে লংগদুতে কোরবানির জন্য গরু কিনতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন ইফতেখার নিহাল সানিয়াত (৩০) নামের এক যুবক।
রোববার (২৫ জুন) সন্ধ্যায় উপজেলার কাট্টলী এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। মঙ্গলবার (২৭ জুন) বিকালে পুলিশ অভিযান চালিয়ে আট ছিনতাইকারীকে আটক করেছে।
আটক ছিনতাইকারী দলের সদস্যরা হলেন- উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের ঘনমোড় এলাকার বাসিন্দা মো.ছোবাহান (৩৫), একই এলাকার বাসিন্দা বোট চালক নজরুল ইসলাম (২৮), মো. হারুন (২৩), ইমান আলী (২৮), বরুন চাকমা (৫০), মিজান মিয়া (৬০), মো. সুমন (৩৫) এবং বগাচত্বর ইউনিয়নের প্যাটান্যামাছড়া এলাকার বাসিন্দা শাহাদাৎ মিয়া (৪০)। এছাড়াও মো. কাওছার (২৮) ও বেলাল হোসেন (৩০) নামের দুই আসামি পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।
থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, ছিনতাকারী দলের প্রধান মো. ছোবাহানের সাথে পূর্ব পরিচয়ের সূত্র ধরে চট্টগ্রাম শহর থেকে লংগদুতে গরু কিনতে আসেন ইফতেখার ও নিজাম নামের দুই যুবক। রোববার বিকালে রাঙামাটির শুভলং থেকে ইফতেখার ও নিজাম দুই বন্ধু মিলে ছোবাহানের পরিচিত নজরুলের ইঞ্জিন চালিত নৌকায় করে লংগদুর ভাসান্যাদম ইউনিয়নের ঘনমোড এলাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে কাট্টলী জোড়টিলা নামক এলাকায় ছিনতাইয়ের শিকার হন তারা। এ সময় ছিনতাইকারী ছোবাহানসহ মোট দশ জনের একটি দল ভিকটিমদের কাছে থাকা নগদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন নিয়ে যায়।
এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল উদ্দিন বলেন, ‘রোববার রাতে থানায় এসে দুই যুবক নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ করে। আমরা অভিযোগ আমলে নিয়ে আসামি ছোবাহানের মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে অভিযান পরিচালনা করে আটজনকে আটক করি। এ সময় ছিনতাই হওয়া সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে তিন লক্ষ বারো হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামিদের বুধবার (২৮ জুন) আদালতে তোলা হবে।’