আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই, ২০২৩ ১০:৪৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬৮ বার
সুইডেনে পরিকল্পিতভাবে কোরআন অবমাননার ঘটনায় বাগদাদে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইরাক। একই সঙ্গে সুইডেনে নিযুক্ত ইরাকের চার্জ ডি অ্যাফেয়ার্সকেও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আজ শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সুইডেনের টেলিকম কোম্পানি এরিকসনের কাজের অনুমতিও স্থগিত করেছে ইরাকি সরকার।
গত জুনে ঈদুল আজহার দিন সুইডেনের স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে সমগ্র মুসলিম বিশ্ব।
এমন পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার ইসলামবিরোধী বিক্ষোভকারীরা ইরাকি দূতাবাসের বাইরে কোরআন পোড়ানোর জন্য আবেদন করলে অনুমতি দেয় পুলিশ।
বিক্ষোভ সমাবেশ করে তারা পবিত্র কোরআন অবমাননা করেন (সংবেদনশীল হওয়ায় তাদের কর্মকাণ্ড উল্লেখ করা হলো না)। তবে এর এক ঘণ্টা পর তারা কোরআন না পুড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনার পর ইরাকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শত শত বিক্ষোভকারী বাগদাদের সুইডিশ দূতাবাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম বলেন, এ ঘটনায় দূতাবাসের কর্মীরা নিরাপদে আছেন। তবে ইরাকি কর্তৃপক্ষ দূতাবাস সুরক্ষায় তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।
সুইডেনের দূতাবাসে হামলার ঘটনায় ইরাকি সরকারও নিন্দা জানিয়েছে। ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, এটি নিরাপত্তা ব্যবস্থার লঙ্ঘন। সরকার কূটনৈতিক মিশন সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছে।
একই সঙ্গে ইরাকি সরকার এ-ও জানিয়েছে, সুইডেনের মাটিতে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তারা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবে।