ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ট্রাম্পের সামনে নতুন বিপদ

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২ অগাস্ট, ২০২৩ ১০:১১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩৪ বার


ট্রাম্পের সামনে নতুন বিপদ

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সময়ও অনেকটাই ঘনিয়ে এসেছে। তবে কিছুতেই বিপদ যেন তার পিছু ছাড়ছে না। একের পর এক মামলায় অভিযুক্ত হচ্ছেন তিনি। এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি অভিযোগ।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক তদন্তে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেয়ার প্রচেষ্টা চালানোর জন্য ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করেই তার সমর্থকরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে সহিংস দাঙ্গা শুরু করে। খবর ভয়েস অব আমেরিকার

তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারকে ঠকানোর ষড়যন্ত্র এবং সাক্ষীদের প্রমাণ বিনষ্ট করা।

সাবেক প্রেসিডেন্ট যখন নতুন করে ২০২৪ সালে হোয়াইট হাউজে প্রবেশ করতে চাইছেন তখন এই অভিযোগ হচ্ছে তার বিরুদ্ধে তৃতীয় ফৌজদারি মামলা। জো বাইডেনের কাছে চুড়ান্ত পরাজয়ের পর নিজেকে ওই পদে বহাল রাখার প্রচেষ্টা চালানো এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর ব্যাহত করতে ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে ফেডারেল প্রশাসনের দীর্ঘ তদন্তের পর এই অভিযোগ করা হলো।


   আরও সংবাদ