ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

উগান্ডায় হ্রদে নৌকাডুবি, এখনও নিখোঁজ ৫

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৩ অগাস্ট, ২০২৩ ১১:৪৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৫০ বার


উগান্ডায় হ্রদে নৌকাডুবি, এখনও নিখোঁজ ৫

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার ভিক্টোরিয়া হ্রদে নৌকাডুবে ২০ জন নিহত হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে পাঁচজন।

স্থানীয় সময় বুধবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ডুবে যাওয়া নৌকাটিতে তাজা খাবার ও মাছ বহন করা হচ্ছিল। ধারণক্ষমতার বেশি পণ্য বহন করায় এ দর্ঘটনা ঘটেছে।

দেশটির পুলিশ জানায়, বুধবার ভোর ৫টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় নৌকাটি কাঠকয়লা, তাজা খাবার এবং মাছ বহন করছিল। ওভারলোডিং এবং খারাপ আবহাওয়ার জন্য এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর ৯ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশ আরও জানায়, নৌপথে ভ্রমণের সময় সর্বদা লাইফ জ্যাকেট পরিধান করতে আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি এবং নৌযানগুলোতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বা পণ্যবোঝাই না করতেও পরামর্শ দিচ্ছি।

এর আগে, ২০১৮ সালের নভেম্বর মাসে খারাপ আবহাওয়ার কারণে ভিক্টোরিয়া হ্রদে নৌকা ডুবে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছিলেন। উগান্ডার পুলিশ সে সময় বলেছিল, দুর্ঘটনাকবলিত ওই নৌকাটিতে ৯০ জনেরও বেশি আরোহী ছিল। এ ছাড়া সেই বছরের সেপ্টেম্বরে ভিক্টোরিয়া হ্রদের তানজানিয়ার অংশে এমভি নাইয়েরে নামে একটি যাত্রীবাহী ফেরি ডুবে গিয়ে শতাধিক নিহত হয়েছিল।


   আরও সংবাদ