ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

খিলগাঁও থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩ অগাস্ট, ২০২৩ ১১:৪৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৯৭ বার


খিলগাঁও থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জের মফিজুর হত্যা মামলার আসামি মো. রিন্টু খন্দকারকে (৪০) রাজধানীর খিলগাঁও থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান র‌্যাব-৩-এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র এএসপি ফারজানা হক।

তিনি বলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার চরভাটপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে মফিজুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. রিন্টু খন্দকারকে বুধবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাবার নাম মো. হিবু খন্দকার। তার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার চরভাটপাড়া গ্রামে।

জানা যায়, গত ২৬ এপ্রিল রিন্টু খন্দকার এবং তার অপর সহযোগীরা জমি সংক্রান্ত বিরোধের জেরে মফিজুরের ওপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ মে তার মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের ভাই গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় হত্যা মামলা করেন। মামলার পর আসামি এলাকা ছেড়ে রাজধানীতে পলাতক জীবন যাপন করছিল। আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


   আরও সংবাদ