ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ছাত্রীকে বিয়ে করে ‘সব’ হারালেন মুশতাক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৬ অগাস্ট, ২০২৩ ১৭:২৬ অপরাহ্ন | দেখা হয়েছে ২৫৩ বার


ছাত্রীকে বিয়ে করে ‘সব’ হারালেন মুশতাক

ছাত্রীকে বিয়ে করে আলোচনায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য খন্দকার মুশতাক আহমেদ। এবার সেই সদস্যপদ হারালেন তিনি।

গত ২১ আগস্ট বিচারপতি এম. ইনায়েতুর রহিমের স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়। একই সঙ্গে স্কুলের সীমানায়ও তিনি যেতে পারবেন না বলে আদেশে বলা হয়।

রোববার (২৬ আগস্ট) অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, খন্দকার মুশতাককে সব রকম গভর্নিং বডির মিটিংয়ে নিষিদ্ধ করা হয়েছে।


তবে মুশতাক আহমেদকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন বহাল থাকবে বলে জানিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর আগে ২০ আগস্ট খন্দকার মুশতাক আহমেদকে বিয়ে করা আইডিয়ালের শিক্ষার্থী সিনথিয়াকে তার বাবার জিম্মায় দিতে হাইকোর্টের রিট দায়ের করেন মেয়েটির বাবা।


গত ১৭ আগস্ট হাইকোর্ট ধর্ষণ মামলায় মুশতাককে ছয় সপ্তাহের আগাম জামিন দেন। সেই সঙ্গে বিয়ে করা আইডিয়ালের ছাত্রীকে নিরাপদ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন হাইকোর্ট।

উল্লেখ্য, খন্দকার মুশতাক গভর্নিং বডির সদস্য থাকাকালে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রীকে বিয়ে করেন। এই বিয়ে নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

গত ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে মুশতাক আহমেদকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়।


   আরও সংবাদ