ঢাকা, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, , ১২ রবিউল আউয়াল ১৪৪৫
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ অগাস্ট, ২০২৩ ১০:২৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৭ বার


যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জের মুকসুদপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রেজাউলকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। 

মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (২৮ আগস্ট) রাতে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে আসামি মো. রেজাউলকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সুপার ফারজানা হক বলেন, ২০২০ সালে গোপালগঞ্জ কোর্টে রেজাউলের নামে নারী ও শিশু নির্যাতন মামলা হয়। ওই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। রায়ের পর থেকে আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করছিল। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


   আরও সংবাদ