ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সামারাবিক্রমাকে নিয়ে দল ভারী করল দুরন্ত ঢাকা

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৪ ১৪:৩৬ অপরাহ্ন | দেখা হয়েছে ২০২ বার


সামারাবিক্রমাকে নিয়ে দল ভারী করল দুরন্ত ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম দুই আসরের ঢাকা দলের সঙ্গে যদি বাকি আসরের ঢাকা নামের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে তুলনা করা হয় তাহলে হতাশা ছাড়া আর কিছুই নেই। দল গঠন থেকে শুরু করে মাঠের পারফরম্যান্স, সব জায়গাতেই ঢাকা পিছিয়ে অন্যান্য দলগুলোর থেকে।

প্লেয়ার্স ড্রাফট কিংবা ডিরেক্ট সাইনিংয়ে যেভাবেই খেলোয়াড় নেওয়া হোক না কেন, সমর্থকদের মন ভরাতে পারেনি ঢাকা ফ্র্যাঞ্চাইজি। শুরুতে তিনবারের শিরোপা জয়ী ঢাকা গত কয়টি আসরের মতো এবারও কাগজে কলমে সবচেয়ে দুর্বল দলের একটি।

ড্রাফট হয়েছে অনেক আগেই। সুযোগ আছে ডিরেক্ট সাইনিংয়ে খেলোয়াড় নেওয়ার। সেই সুযোগে দুজন লঙ্কান তারকাকে দলে টেনেছে ঢাকা। এদের মাঝে একজন সাদিরা সামারাবিক্রমা। তিনি মিডল অর্ডারে দারুণ পারফরম্যান্স করছেন সাম্প্রতিক সময়ে।

যদিও তার ক্যারিয়ার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খুব একটা সমৃদ্ধ না। টি-টোয়েন্টিতে তার স্ট্রাইকরেট ১২০ আর গড় রান ৩০ এর বেশি

সামারাবিক্রমার আগে আরেক লঙ্কান ওপেনার লাসিথ কুস্পেল্লেকে দলে নেয় ঢাকা। তিনি কেবল মাত্র ১টি আন্তর্জাতিক ম্যাচ দিয়েই ঢাকার নজরে আসেন। তবে ঘরোয়া আর ফ্র্যাঞ্চাইজ মিলে খেলেছেন ৪৫ টি-টোয়েন্টি ম্যাচ।

দুর্দান্ত ঢাকা-

তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরীফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, চতুরঙ্গা ডি সিলভা, সায়িম আইয়ুব, উসমান কাদির, সাইফ হাসান, ইফরান শুক্কুর, আলাউদ্দিন বাবু, মেহরাব হোসেন, লাহিরু সামারাকুন, সাদিরা সামারাবিক্রমা, মোহাম্মদ নাঈম শেখ, সাব্বির হোসেন, জসিমউদ্দিন।


   আরও সংবাদ