ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015
সাকিব জানিয়েছেন, সুযোগ পেলে বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হবেন। এই বিশ্বাস তার আছে

সুযোগ হলে বিসিবি সভাপতি হতে চান বিশ্ব সেরা অলরাউন্ডার

আমির হোসেন মামুন


প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৪ ১৬:০৪ অপরাহ্ন | দেখা হয়েছে ২১৭ বার


সুযোগ হলে বিসিবি সভাপতি হতে চান বিশ্ব সেরা অলরাউন্ডার

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এবার যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে, ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ক্রিকেট সংশ্লিষ্টদের রাজনৈতিক অঙ্গনের পদচারণা বেশ আলোচিত হচ্ছে।

বিশেষ করে, বিসিবি সভাপতির মন্ত্রী হওয়ার পর পাপনই বিসিবি সভাপতি থাকছেন নাকি নতুন কেউ দায়িত্ব পাচ্ছেন সেটি নিয়েই জোর আলোচনা।

এ আলোচনায় এবার অংশ নিলেন সাকিবও। তিনি জানিয়েছেন, সুযোগ পেলে বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হবেন। এই বিশ্বাস তার আছে।

সাকিবের এই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে আবুধাবি টি-টেন লীগের দল বাংলা টাইগার্স।

সাকিব সেখানে বলেন, “বিসিবি সভাপতি হওয়ার সুযোগ আসলে আমি তা মিস করতে চাইব না। আমি বিশ্বাস করি, আমি যখন (বোর্ডে) যাব অবশ্যই সেরা সভাপতি হব। পারি, না পারি পরের কথা। আমার যদি সেরা হওয়ার চিন্তাই না থাকে সেরা কীভাবে হব। তবে পাপন ভাই এতোদিন অনেক কিছু করেছেন। তার অর্জন ছোট করে দেখার সুযোগ নেই।”

সাকিব বলেন, “বিসিবি সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন ও আ হ ম মুস্তফা কামাল অনেক কিছু করেছেন। তাদের অবদান ছিল বলেই বাংলাদেশ ক্রিকেটে এতদূর এসেছে। তাছাড়া সম্ভব ছিল না।”

সাকিব আরও বলেন, “এর আগে পাপন ভাই, কামাল ভাই ছিলেন। তারা অসাধারণ কাজ করেছেন। তাছাড়া আমাদের ক্রিকেটে এত উন্নতি হতো না। তারা যার যার জায়গায় ও সময়ে সেরা। তুলনা করা যাবে না। হয়তো অনেক কিছু নিয়ে সমালোচনা হয়, হয়তো আরও কিছু করতে পারতেন। তবে সেটা তাদের জায়গায় গেলেই বোঝা যাবে।”


   আরও সংবাদ