ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

তারুণ্যে আশা দেখছেন যুব ও ক্রীড়ামন্ত্রী পাপন

আমির হোসেন মামুন


প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৪ ১২:০৮ অপরাহ্ন | দেখা হয়েছে ১৮০ বার


তারুণ্যে আশা দেখছেন যুব ও  ক্রীড়ামন্ত্রী পাপন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে  প্রথম দিন অফিস করেছেন নাজমুল হাসান পাপন। সেখান থেকে গেছেন জাতীয় ক্রীড়া পরিষদে।

ফেডারেশন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি।  

 

জাতীয় ক্রীড়া পরিষদে নবনির্বাচিত মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রায় ৫৪টি ফেডারেশনের কর্তাব্যক্তিরা। ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে ফেডারেশনের কর্তাসহ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবক।  

পাপনের কাছে জানতে চাওয়া হয়, ক্রিকেটের মতো অন্য কোনো খেলায় সম্ভাবনা দেখেন কি না। জবাবে তিনি জানান, এখনকার তরুণরা পারে না, এমন কিছুই নেই। অনেক ক্ষেত্রেই সম্ভাবনা আছে।

পাপন আরও বলেন, ‘একটা সময় বাংলাদেশে ফুটবলের জয়জয়কার ছিল। এখন ক্রিকেট ভালো করছে। এমন আরও অনেক খেলাই আছে সম্ভাবনাময়। ক্রিকেট-ফুটবলে যেমন বিশ্বকাপ, তেমনি আছে সাফ চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসে স্বর্ণজয়ের লক্ষ্য। আমার মনে হয়, বর্তমানে তরুণরা পারে না এমন কিছুই নেই। অনেকগুলো খেলাতেই ভালো করার সম্ভাবনা রয়েছে। ’

অন্য সব ফেডারেশনের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনও এসেছিল শুভেচ্ছা জানাতে। নতুন মন্ত্রী বাফুফে প্রতিনিধিবর্গের কাছে সভাপতি কাজী সালাউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের সভাপতির শারীরিক অবস্থা সম্পর্কে আমাদের জিজ্ঞেস করেছেন এবং পাশাপাশি দেখতে যাওয়ার ইচ্ছেও প্রকাশ করেছেন। ’ 


   আরও সংবাদ