ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪ মার্চ, ২০২৪ ২০:৪৮ অপরাহ্ন | দেখা হয়েছে ১১৭ বার
ঢাকা: রাজধানীর হাতিরপুলে কাঁচাবাজার এলাকার রাজ কমপ্লেক্স নামক ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।
ইতোমধ্যে আগুন লাগা ভবনে আটকে থাকা চারজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এছাড়া ঘটনাস্থলে চারপাশে কোনো জানালা না থাকার কারণে দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেছেন তারা।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, হাতিরপুল ভবনের দ্বিতীয় তলায় আগুনের সময় ভবনে ছাদে গিয়ে আশ্রয় নেন চারজন ব্যক্তি। তাদেরকে ছাদ থেকে নিরাপদে নামিয়ে আনে আনা হয়েছে। সর্বশেষ যতটুকু জানা গেছে ভবনের কার্পেটের গোডাউনে আগুন লাগে। আগুন এখনো নিয়ন্ত্রণের আনা সম্ভব হয়নি।