ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

স্টাফ বাসে ফিরছিলেন বাড়ি, সড়কে ঝরল ৪ শ্রমিকের প্রাণ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৪ ০৯:৩১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২২ বার


স্টাফ বাসে ফিরছিলেন বাড়ি, সড়কে ঝরল ৪ শ্রমিকের প্রাণ

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাস ও ইটভর্তি ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

 

বুধবার (২০ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে ধামরাইয়ের কালামপুর সংলগ্ন শাখা সড়কের খাগুর্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে চারজনই ওই পোশাক কারখানার শ্রমিক। নিহতদের মধ্যে তিনজনই নারী শ্রমিক বলে জানা গেছে।

পুলিশ জানায়, রাতে গ্রাফিক্স টেক্সটাইল কারখানার শ্রমিকরা কাজ শেষে একটি স্টাফ বাসে করে বাড়ি ফিরছিলেন। বাসটি কালামপুর থেকে ছেড়ে রাত ৯টা ৪০ মিনিটের দিকে শাখা সড়কটির খাগুর্তা এলাকায় পৌঁছালে একটি ইটভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। আহত হন প্রায় ২০ জন।  নিহতদের মধ্যে তিনজনই নারী পোশাক শ্রমিক বলে জানা গেছে।

ধামরাই থানার পরিদর্শক মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।  প্রাথমিকভাবে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্তারিত পরে জানানো হবে।


   আরও সংবাদ