ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দুই ঘণ্টার চেষ্টায় নারায়ণগঞ্জে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৪ মার্চ, ২০২৪ ০৯:১৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯৫ বার


দুই ঘণ্টার চেষ্টায় নারায়ণগঞ্জে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়া কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় রোববার (২৪ মার্চ) সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

এর আগে শনিবার (২৩ মার্চ) ভোর ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও পূর্বাচলের মোট চারটি স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, প্রাথমিকভাবে সূত্রপাত জানা যায়নি। পরে বিস্তারিত জানাতে পারব।

স্থানীয়দের সূত্রে জানা যায়, মার্কেটটিতে বিভিন্ন ধরনের কেমিকেল ও জ্বালানি অকটেনের দোকান ছিল। এসব দাহ্য পদার্থের কারণে আগুন ভয়াবহ রূপ ধারণ করে।

আগুনে প্রায় দেড়শ দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।


   আরও সংবাদ