স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ মার্চ, ২০২৪ ১৪:০১ অপরাহ্ন | দেখা হয়েছে ১২৩ বার
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে গ্রামীন একটি কাঁচা রাস্তায় ইঞ্জিন চালিত ভুটভুটি উল্টে নিচে চাপা পড়ে ভুটভুটি চালক ইমাদুল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। গত ২৭মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গ্রামীন জনপদ খেড়–ন্দা বড়পুকুরিয়া রাস্তার মোড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক ইমাদুল সাপাহার উপজেলার ফুটকইল পশ্চিমপাড়া ইয়াসিন আলীর ছেলে।
ঘটনার বিবরণে জানা গেছে, ওই দিন রাতে খেড়–ন্দা গ্রামের পাশে^র্ জৈনক মৎস্য চাষীর পুকুরে মাছ আনতে ইমাদুল ভাড়ায় চালিত তার ভুটভুটি নিয়ে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছিলে নিয়ন্ত্রন হারিয়ে ভুটভুটিটি রাস্তার পাশে^র্ খাদে উল্টে পড়ে যায়। এসময় চালক ইমাদুল ভুটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুকুরে মাছ মেরে ভুটভুটির অপেক্ষায় থাকা জেলেরা শেষে রাস্তায় খুঁজতে এসে দুর্ঘটনার কবলে পড়া ভুটভুটির নিচ হতে ইমাদুলের মৃত দেহ উদ্ধার করে। এবিষয়ে রাতেই সংবাদ পেয়ে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবিষয়ে থানায় কোন মামলা দায়ের হয়নি। বৃহস্পতিবার পারিবারিকভাবে মৃত দেহটি কবরস্ত করা হয়েছে।