ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বনানীতে আগুনে পুড়ল বাস-মোটরসাইকেল

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৪ ০৯:৫৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৩ বার


বনানীতে আগুনে পুড়ল বাস-মোটরসাইকেল

ঢাকা: রাজধানীর বনানী নৌবাহিনীর সদর দপ্তরের পাশের সড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলে আগুনের ঘটনায় আহত মোটরসাইকেলচালক মোস্তফা কামাল মারা গেছেন।  

বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 মোস্তফা কামাল একটি বেসরকারি ব্যাংকে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

 

শনিবার (২৭ এপ্রিল) রাতে এসব তথ্য নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী সাহান হক।

তিনি জানান, বিকালের দিকে বনানী ফ্লাইওভার দিয়ে জে কে নামে একটি যাত্রীবাহী বাস সড়কের নামার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে তার চালক ছিটকে সড়কে পড়ে যায়। পরে মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায়। তখন বাসের গতি এতোটাই ছিল যে আটকে থাকা মোটরসাইকেলটি ২০ ফিট দূরে নিয়ে যায়। তখনই মোটরসাইকেল ও বাসে আগুন লেগে দুটোই পুড়ে যায়।

তিনি আরও জানান, পরে মোটরসাইকেলচালক ওই ব্যক্তিকে সরকারি বিভিন্ন হাসপাতালে খুঁজেও পাওয়া যায়নি। একপর্যায়ে জানা গেছে, তিনি বাংলাদেশ স্পেশাল হাসপাতালে মারা গেছেন। শোনা যাচ্ছে, তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হাসনাবাদ শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।


   আরও সংবাদ