ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৫ মে, ২০২৪ ০৯:৫৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯৭ বার
গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় আগুন লেগে একটি তুলার গুদাম পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
শনিবার (৪ মে) রাত ২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল সামাদ জানান, ধীরাশ্রম এলাকায় একটি তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। আগুনে তুলা ও টিনশেডের গুদাম পুড়ে গেছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর বলা যাবে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।