ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২ অগাস্ট, ২০২৪ ১৬:৩৬ অপরাহ্ন | দেখা হয়েছে ২২৬ বার
পরীক্ষার্থীদের দাবির মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের সরকারি সিদ্ধান্তের ঘটনাটি নিয়ে যখন দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, তখন অবসর নেয়া বিসিএস ক্যাডার শিক্ষক কানাডাপ্রবাসী প্রকৌশলী একেএম মুছাব্বীর রুবেল তার ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছেন, এইচএসসির বাকি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তটি আমার মতে ঠিকই আছে।
প্রথমত, এই সময়ে প্রচুর ছাত্রছাত্রীকে হাসপাতালে রেখে পরীক্ষা নেয়াটা ঠিক হতো না।
দ্বিতীয়ত, ছেলে মেয়েরা বড় ধরণের একটা ট্রমার মধ্য দিয়ে গেছে। তারা দেখেছে তারই পাশে কেউ না কেউ শহীদ হয়েছে, কেউ প্রচন্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এই ধরণের শক থেকে বের হয়ে এসে পরীক্ষায় বসা বাস্তবেই কঠিন।
তৃতীয়ত, অধিকাংশ ছেলেমেয়েই প্রায় দুই মাস জুড়ে পড়ালেখার বাইরে ছিল। এই সময়ে হঠাৎ করে তাদের পক্ষে পড়ার টেবিলে বসে পরীক্ষার প্রস্তুতি নেয়া কঠিনই বটে।
চতুর্থত, এখনো বিপ্লবের ভ্যাংগার্ড হিসেবে তাদের মাঠে থাকার দরকার আছে। এবং
পঞ্চমত, ১৯৭২ সালের পরীক্ষার মতো অবাধ নকল হবার আশংকা তৈরি হতো। আর তার দোষ/দায় পড়তো এই ছেলে-মেয়েদের ওপরই। তাদেরকে খারাপভাবে চিত্রায়িত করার জন্যে অলরেডি পরাজিত পক্ষ একপায়ে দাঁড়িয়ে আছে।