ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কুষ্টিয়ায় পানিতে ডুবে পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭৪ বার


কুষ্টিয়ায় পানিতে ডুবে পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়া: গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে চার বন্ধুর সঙ্গে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আসিফ মাহমুদ (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার সময় এ দুর্ঘটনা ঘটে।

 

আসিফ মাহমুদ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ভেড়ামারা উপজেলার গোলাপনগর বাগগাড়ি পাড়ার আব্দুল মান্নানের ছেলে।

কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পুকুর পাড়ের সিসি ক্যামেরায় তার পানিতে ডোবার ভিডিওটি রেকর্ড হয়।

সিসি টিভি ফুটেজে দেখা যায়, আসিফসহ মোট পাঁচজন একসঙ্গে ওই পুকুরে গোসল করতে নামে। চারজন সাঁতার কেটে পুকুরের মাঝে চলে যায় এবং আসিফ পাড় থেকে একটু দূরে পানিতে তলিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পরে চার বন্ধু ফিরে এসে তাকে আর খুঁজে পায় না।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী জানান, খবর পেয়ে পুকুরের পানি থেকে কুষ্টিয়া পলিটেকনিকের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।


   আরও সংবাদ