ঢাকা, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অবশেষে চতুর্থ দিন মাঠে গড়াল বল

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১১:০৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩২ বার


অবশেষে চতুর্থ দিন মাঠে গড়াল বল

টানা দুদিন বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হওয়ার পর অবশেষে চতুর্থ দিন মাঠে গড়ালো বল। আজ সকালের শুরুতেই মিলেছে সূর্যের দেখা।

সবকিছু ঠিক থাকলে কানপুর টেস্টে আজ ৯৮ ওভার হওয়ার কথা রয়েছে।

 

এর আগে টেস্টের প্রথম দিনে ৩৫ ওভারে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে করেছে ১০৭ রান। ১৩ বলে ৬ রান করে মুশফিকুর রহিম ও ৮১ বলে ৪০ রানে অপরাজিত আছেন মুমিনুল। বৃষ্টির কারণে অনেকটা আগেভাগেই শেষ হয় সেদিনের খেলা।

দ্বিতীয় দিনের খেলার পুরোটাই ভেসে যায় বৃষ্টিতে। তৃতীয় দিন বৃষ্টি না হলেও ভেজা আউটফিল্ডের কারণে খেলা চালু করা সম্ভব হয়নি।


   আরও সংবাদ