ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইনজুরিতে হামজা, নভেম্বর উইন্ডোতে খেলা অনিশ্চিত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৪ ১০:৫৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭০ বার


ইনজুরিতে হামজা, নভেম্বর উইন্ডোতে খেলা অনিশ্চিত

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে স্বপ্নের জাল বুনতে শুরু করেছিল দেশের ফুটবলপ্রেমীরা। ইতোমধ্যেই বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়ে গেছেন তিনি।

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়শনের অনাপত্তিপত্রও মিলেছে।  

 

এখন শুধু ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির সবুজ সংকেত পেলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন হামজা। সবাই যখন এই ‍ফুটবলারকে বরণ করে নেয়ার প্রস্তুতি নিচ্ছেন তখন দুঃসংবাদ হয়ে এলো ইনজুরি।  

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার কিছুদিন আগে বলেছিলেন আগামী নভেম্বরে হামজার বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই সম্ভবনা এখন আরও ক্ষীণ হয়ে গেল। ক্লাবের হয়ে অনুশীলনের সময় কাধেঁর হাড়ে আঘাত পেয়েছেন হমজা। হাড় নড়ে গেছে তারা। লম্বা সময়ই বিশ্রাম নিতে হতে পারে এই ফুটবলারকে।  

লেস্টার সিটির কোচ স্টিভ কুপার বলেন, ‘কাঁধ নড়ে যাওয়া অবশ্যই বড় একটি আঘাত। আশা করি এটা যেমন ভাবছি অতটা গুরুতর হবে না। আসলে কিছু করার ছিল না। আমরা এখনও এটা নিয়ে কাজ করছি। কতদিন সে বাইরে থাকবে জানি না। সপ্তাহ নাকি মাস, বলতে পারছি না এখনও। ’

লেস্টার কোচ যোগ করেন, ‘এটি খুবই স্বাভাবিক বল দখলের লড়াই ছিল, ফাউল ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত তার কাঁধ একটি খারাপ পজিশনে পড়ে যায়। ’ আগামী ১১-১৯ নভেম্বর ফিফা উইন্ডোতে খেলার চেষ্টা করছে বাংলাদেশ। এর আগে হামজা খেলার অনুমতি পেলেও খেলার মত ফিট থাকবেন কিনা এটাই এখন শঙ্কার বিষয়।


   আরও সংবাদ