ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাদেরের নামে দুদকে আবেদন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৪ ১৪:৫২ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৬ বার


অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাদেরের নামে দুদকে আবেদন

ঢাকা: সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ তার দুই ভাই ও স্ত্রীর নামে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করার অভিযোগ অনুসন্ধান করে মামলার দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন এক আইনজীবী।

সোমবার (১৪ অক্টোবর) দুদক চেয়ারম্যান বরাবরে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সুলতান মাহমুদ।

 

আবেদনে বলা হয়, বিশ্বস্থসূত্রে জানা গেছে, ওবায়দুল কাদের ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করে এবং তার ভাই আব্দুল কাদের মির্জা, শাহাদাত কাদের মির্জা ক্ষমতার অপব্যবহার করে বিপুল জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করে। যা দেশে-বিদেশে বিদ্যমান আছে।

আবেদনে ওবায়দুল কাদেরে স্ত্রী ইশরাতুন্নেছা কাদেরের নামও রয়েছে।

‘এসব ব্যক্তিদের জ্ঞাত আয় বর্হিভূত সম্পদের অুনসন্ধান শেষে দুদক আইন-২০০৪ এর ২৭ ধারায় মামলা দায়ের, তদন্ত সম্পন্ন ও চার্জশিট দাখিল করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি দিতে’ এ আবেদন করা হয়।        


   আরও সংবাদ