ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৪ ১০:০২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৭ বার
রেলওয়ে কর্মচারী নির্যাতনকারী যাত্রীদের বিচার দাবি এবং যাত্রীর ৪ লক্ষ টাকার অনৈতিক দাবি পূরণ না করায় ঢাকা স্টেশনের চার জন বুকিং সহকারীকে অন্যায় ভাবে বদলীর প্রতিবাদে রেলওয়ে মহাপরিচালক বরাবরে স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি। ১৬ অক্টোবর ২০২৪ বুধবার সকাল ১১ টায় বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মল্লিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির পক্ষ থেকে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মোঃ আতিক থানা বেলাবো জেলা নরসিংদী তিনি ঢাকা স্টেশনে ১৬ নম্বর টিকিট কাউন্টার এর দায়িত্বরত বুকিং সহকারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে বিশৃঙ্খলা এড়াতে আরএনবি তাকে সরিয়ে দিলে উক্ত যাত্রী ঢাকা ডিসিও মহোদয়ের নিকট মিথ্যা, বানোয়াট ও অতিরঞ্জিত একটি অভিযোগ করেন এবং স্টেশন ম্যানেজারের মাধ্যমে চার লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেন। উক্ত অভিযোগকারীর অন্যায় দাবি পূরণ করতে না পারায় ৮ অক্টোবর বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পার্সোনেল অফিসার মোঃ খায়রুল করিম স্বাক্ষরিত এক আদেশে ঢাকা স্টেশনের চার জন বুকিং সহকারী যথাক্রমে ইদ্রিস আলী, নুরুন্নাহার, মোঃ আতিকুর রহমান, আনোয়ার হোসেনকে বদলি করা হয়েছে। এ ধরনের বদলী যাত্রী কর্তৃক রেলওয়ে কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ করতে এবং যাত্রী কতৃর্ক রেলওয়ে কর্মচারী নির্যাতনকে উৎসাহিত করবে। ঠুনকো অভিযোগে বুকিং সহকারীদের বদলীকে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি তাদের প্রতি অন্যায় বলে মনে করছে। রেলওয়ে কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হলে তাদের পরিবারের সদস্যরা সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং অন্যদিকে গত ৩ অক্টোবর ২০২৪ তারিখে খুলনা থেকে ঢাকাগামী ৭৬৩ চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ৫ টা ৩০ মিনিটে জয়দেবপুর স্টেশনে পৌছালে বিনা টিকিটের যাত্রীরা এসি বগিতে উঠতে চাইলে দায়িত্বরত এটেনডেন্ট দীপক মন্ডল বাধা দিলে যাত্রীরা তাকে কিল ঘুষি এবং লাথি মেরে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং গত ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দেওয়ানগঞ্জ বাজার অভিমুখী ৭০৭ তিস্তা এক্সপ্রেস ট্রেনের দায়িত্বরত ময়মনসিংহ এর টিটিই বিজয় মিত্র বিনা টিকিটের যাত্রীদের দ্বারা ব্যাপক নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু এখন পর্যন্ত রেলওয়ে কতৃর্পক্ষ কর্মচারীদের নির্যাতনকারী যাত্রীদের বিরুদ্ধে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করতে না পারলেও একজন যাত্রীর মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগে ঢাকা স্টেশনের চারজন বুকিং সহকারীকে বদলী করেছেন। বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি অন্যায়ভাবে বদলীর আদেশ প্রত্যাহার এবং রেলওয়ে কর্মচারী নির্যাতনকারী যাত্রীবেশী দুর্বৃত্তদের বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে। অবিলম্বে আমাদের দাবি পূরণ করা না হলে রেলওয়ে শ্রমিক-কর্মচারীদের সাথে নিয়ে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো।