ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মেসির হ্যাটট্রিক-সুয়ারেজের জোড়া গোল, মিয়ামির পয়েন্টের রেকর্ড

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৪ ১০:০২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬ বার


মেসির হ্যাটট্রিক-সুয়ারেজের জোড়া গোল, মিয়ামির পয়েন্টের রেকর্ড

ফিফার অক্টোবর উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। তিন দিনের ব্যবধানে আবারও হ্যাটট্রিক করলেন বিশ্বজয়ী মহতারাকা। এবার অবশ্য ক্লাব ফুটবলে, ইন্টার মিয়ামির হয়ে। পাশাপাশি লুইস সুয়ারেজও করেছেন জোড়া গোল। মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ডকে ৬-২ ব্যবধানে হারিয়ে পয়েন্টে রেকর্ড গড়েছে ইন্টার মিয়ামি।

মিয়ামির ঘরের মাঠ ডিআরবি পার্ক স্টেডিয়ামে মেসি-সুয়ারেজের ৫ গোলের পাশাপাশি অন্যগোলটি করেছেন বেঞ্জামিন ক্রিমাশ্চি। নিউ ইংল্যান্ডের হয়ে গোল দুটি করেছেন লুসা লাঙ্গোনি ও ডিলান বোরেরো। বড় জয়ে এমএলএসের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার নতুন রেকর্ড গড়েছে মিয়ামি।  নিউ ইংল্যান্ডকে হারিয়ে মেসিদের মোট পয়েন্ট ৭৪। আগে রেকর্ডটি ছিলে নিউ ইংল্যান্ডের। ২০২১ সালে ৭৩ পয়েন্ট তুলেছিল ক্লাবটি।

ম্যাচের শুরুটা অবশ্য মিয়ামির পক্ষে ছিল না। দ্বিতীয় মিনিটে প্রথম গোল হজম করে বসে দলটি। নিউ ইংল্যান্ডকে এগিয়ে নেন লুসা লাঙ্গোনি। ৩৪ মিনিটে মিয়ামির জালে বল পাঠান ডিলান বোরেরো। ২-০ গোলে পিছিয়ে পড়ে দারুণ ভাবে প্রত্যাবর্তন করে মিয়ামি। বিরতির আগেই সমতায় ফেরান সুয়ারেজ। ৪০ মিনিটে ব্যবধান কমানোর পর ৪৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন উরুগুয়ে তারকা।

৫৭ মিনিটে কোচ টাটা মার্টিনো মেসিকে নামান। পরের মিনিটেই মিয়ামিকে লিড এনে দেন বেঞ্জামিন ক্রিমাশ্চি। ৭২ মিনিটে মিয়ামির জালে বল পাঠিয়েও গোল পায়নি নিউ ইংল্যান্ড। ভিএআরের সাহায্যে গোলটি বাতিল করেন রেফারি। এরপরই শুরু হয় মেসি-শো।

৭৮ থেকে ৮৯ এই ১১ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন তারকা। ৭৮ মিনিটে সুয়ারেজের পাসে প্রথম গোলটি করেন। ৮১ মিনিটে দ্বিতীয় গোলটি আসে জর্ডি আলবার সহায়তায়। ৮৯ মিনিটে সুয়ারেজের পাসে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন মহাতারকা। পরে ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি।

নিউ ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করে চলতি মৌসুমে মেসির গোল সংখ্যা ১৯ ম্যাচে ২০টি। জোড়া গোল করা সুয়ারেজের গোলসংখ্যাও মেসির সমান ২০টি, তবে ২৭ ম্যাচ খেলেছেন তিনি।


   আরও সংবাদ