স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৪ ০৯:৪০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৯ বার
অনেকটা অনুমেয় ছিল। হলোও তেমনটাই।
বাফুফের এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ছিলেন সাবেক সহ সভাপতি তাবিথ আউয়াল এবং তৃণমূল সংগঠক এ এফ এম মিজানুর রহমান। প্রার্থীতা ঘোষনার পরই ফুটবলাঙ্গনে গুঞ্জন চাউর ছিল বিপুল ভোটে জয়ী হতে চলেছেন তাবিথ।
সেটিই সত্যি হলো। সর্বমোট ১২৮ ভোট কাস্ট হয়েছে। যেখানে ১২৩ ভোটই পেয়েছেন তাবিথ আউয়াল। পাঁচ ভোট পেয়েছেন মিজানুর রহমান।
প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পর থেকেই কোনও হেভীওয়েট প্রতিদ্বন্দ্বী না থাকায় তেমন জোড়েসোরে প্রচারণায় দেখা যায়নি তাবিথকে। আত্মবিশ্বাসী ছিলেন তিনি নিজেও। জানতেন অঘটন না ঘটলে ভোটে জয়ী হতে চলেছেন তিনি। বাফুফের সভাপতি হয়ে দেশের ফুটবলকে এগিয়ে নিতে চান বলে জানিয়েছেন সাবেক এই ফুটবলার।
তিনি বলেন, ‘২০০৮ সালের ২৮ এপ্রিল বাফুফে সভাপতির দায়িত্ব নেন কাজী সালাউদ্দিন। সেই থেকে আজ পর্যন্ত টানা ১৬ বছর বাফুফেতে রাজত্ব করেছেন তিনি। আজ তার যবনিকাপাত হলো। বাফুফে পেল নতুন সভাপতি। নতুন নেতৃত্বে দেশের ফুটবল কোন পথে হাটে এটা সময়ই বলে দেবে। ’