ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জাকির-অঙ্কনকে খেলানোর ব্যাখ্যা দিলেন সিমন্স,

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৪ ১০:১৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫ বার


জাকির-অঙ্কনকে খেলানোর ব্যাখ্যা দিলেন সিমন্স,

চট্টগ্রাম টেস্টের টসের সময় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, তার দলে পরিবর্তন আছে তিনটি। লিটন দাস, জাকের আলি ও নাঈম হাসান খেলছেন না; তাদের জায়গা নিয়েছেন নাহিদ রানা, জাকির হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কন।

 

 

এর মধ্যে শেষ দুজন একদিন আগেও ছিলেন না স্কোয়াডের সঙ্গে। অঙ্কনের অভিষেক হয়েছে এ ম্যাচে। অথচ একদিন আগেও স্কোয়াডে সুযোগ পাবেন, ওই ভাবনাও ছিল না তার। জাতীয় লিগে ঢাকা বিভাগের হয়ে বিকেএসপিতে তিনি খেলছিলেন রংপুর বিভাগের বিপক্ষে।  

ওই ম্যাচের মাঝপথেই তাকে আনা হয় জাকের আলী অনিক কনকাশনে ভোগায়। আরেকদিকে সোমবারও চট্টগ্রাম বিভাগের বিপক্ষে সিলেটকে নেতৃত্ব দিয়ে জয় এনে দেন জাকির। একটি ম্যাচ থেকে এসে পরদিনই অভিষেক ও ম্যাচ খেলানো কি যোগাযোগের ঘাটতির কারণে?

এমন প্রশ্নের উত্তরে হেড কোচ ফিল সিমন্স অবশ্য বলেন, ‘যোগাযোগের কোনো ঘাটতি ছিল না। জাকিরের ফিরে আসার কথা ছিলই (জাতীয় লিগের ম্যাচ শেষে)। আমরা চেয়েছিলাম যেহেতু সে সবশেষ টেস্টে খেলেনি সে, এই ম্যাচে তাকে প্রয়োজন পড়লে আগে ব্যাটিংয়ে কিছুটা সময় কাটাক। এরপর কনকাশনের ঘটনা ঘটল, অসুস্থতার ব্যাপার হলো। দুজন ব্যাটার ছিটকে গেল। এখানে যোগাযোগের কোনো সমস্যা ছিল না। ’

‘অঙ্কন দলে ঢুকেছে কারণ লিটন ভালো অনুভব করছিল না। এটা প্রথম কারণ। আমাদের একজন উইকেটকিপার লাগতই। (লিটনের জায়গায়) হয়তো জাকের কিপিং করতে পারত, কিন্তু তারও কানকাশন হয়ে গেল। এভাবে দলে আসা আদর্শ কিছু নয় অবশ্যই। মূল স্কোয়াডে থাকতে পারাই সবচেয়ে ভালো। তবে অনেক কিছুই হয়ে থাকে এবং সে সুযোগটা নিয়েছে। ’

একাদশে সুযোগ পাওয়া আরেক ক্রিকেটার নাহিদ রানা। তরুণ এই পেসার অবশ্য উইকেটের দেখা পাননি। তবে এই সিরিজের আগেই বাংলাদেশ দলের দায়িত্ব পাওয়া সিমন্স নাহিদকে দেখেছেন আরও আগেই। তাকে নিয়ে কাজ করার আগ্রহও আছে সিমন্সের।

তিনি বলেন, ‘আমি তাকে পাকিস্তানে দেখেছি। আমি মুগ্ধ। আপনি ১৪০-১৪৫ গতিতে বল করা বোলার চাইলেই পাবেন না। তাই এটা বেশ দারুণ, এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে নিয়ে কাজ করা। যতক্ষণ অবধি সে ভালো গতি ও জায়গায় বল না করতে পারে। আমার মনে হয় দ্বিতীয় স্পেলে সে এটা দেখিয়েছে। আমি তাতে মুগ্ধ। আমি সবসময় পেস বোলারদের ব্যাপারে আগ্রহী। ’


   আরও সংবাদ