স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৪ ১০:২০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৫ বার
প্রথমবারের মতো ইস্ট বেঙ্গলের মুখোমুখি হয়েছে জয়ের আশা নিয়ে। কিন্তু সেটির আর পূর্ণ হয়নি বসুন্ধরা কিংসের।
ক্লাবটির সাবেক কোচ অস্কার ব্রুজনের অধীনে থাকা ভারতীয় এই ক্লাব আলো ছড়াল ম্যাচজুড়ে। শুরুতেই গেল এগিয়ে। প্রথমার্ধে তারা কিংসের জালে বল পাঠাল চার বার। বিরতির পর অবশ্য আর পারেনি। কিন্তু তুলে নিল মৌসুমের প্রথম জয়।
এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপপর্বে আজ ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বসুন্ধরা কিংসকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ভারতীয় ক্লাব ইস্ট বেঙ্গল এফসি। দলটির হয়ে একটি করে গোল করেন দিমিত্রোস দিয়ামানতাকোস, সৌভিক চক্রবর্তী, নন্ধকুমার ও আনওয়ার আলী। আগের ম্যাচেও অবশ্য হারতে হয়েছে কিংসকে।
ড্র দিয়ে আসর শুরু করা ইস্ট বেঙ্গল এগিয়ে যেতে সময় নেয়নি একটুও। ম্যাচের প্রথম মিনিটেই দলকে এগিয়ে নেন দিমিত্রোস। লালচুনগুনগার ক্রস বক্স থেকে জালে পাঠান তিনি। ম্যাচের আগে রক্ষণাত্মক খেলার কথা থাকলেও অস্কার ব্রুজন দলকে হয়তো বলেই দিয়েছেন আক্রমণাত্মক হওয়ার জন্য। তাইতো গোল পাওয়ার পরও একের পর এক আক্রমণে যায় ইস্ট বেঙ্গল।
২০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সৌভিক। নাওরেম মহেশের প্রচেস্টা ব্যর্থ হওয়ার পর বল ক্লিয়ার করতে ব্যর্থ হন তপু বর্মণ। সেই সুযোগে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে জাল খুঁজে নেন সৌভিক। ছয় মিনিট পর ব্যবধান আরও বাড়ায় ইস্ট বেঙ্গল। বাঁ দিক থেকে আক্রমণে গিয়ে নান্ধাকুমার সতীর্থদের পাস না দিয়েই নেন শট। এতেই বল গিয়ে জড়ায় জালে।
৩৩তম মিনিটে আরও একটি গোল পায় ইস্ট বেঙ্গল। কিংস ডিফেন্ডারদের ভুলে বক্সের কিছুটা বাইরে বল পেয়ে যান আনওয়ার। সেখান থেকেই বাঁ পায়ের বাকানো শটে জাল খুঁজে নেন তিনি। ৪০তম মিনিটে আরও একবার সুযোগ পায় ক্লাবটি। কিন্তু জোনাথন রেইসের করা শট গোলপোস্টের উপর দিয়ে উড়ে চলে যায়।
বিরতির পর একই গতিতে এগোতে থাকে ইস্ট বেঙ্গল। বেশ কয়েকটি সুযোগও তৈরি করে তারা। তবে বসুন্ধরা কিংসও নিজেদের খেলায় ফেরার চেষ্টা করে। ৬৮তম মিনিটে সুযোগ পায় তারা। সাদ উদ্দিনের ক্রস থেকে মিগুয়ের ফিগেইরা শট নেন। সেটি অবশ্য মিস হয়ে যায়। ৭৪তম মিনিটে আরও একটি দারুণ সুযোগ পায় তারা। আক্রমণে গিয়ে বক্সে সতীর্থের উদ্দেশে থ্রো বল বাড়ান শেখ মোরসালিন। কিন্তু এর আগেই ইস্ট বেঙ্গলের আনওয়ারের পায়ে বল চলে যায়।