ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২ নভেম্বর, ২০২৪ ১০:০৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগার ধামইরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এবারের যুব দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল 'দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ'।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদ সভা কক্ষে যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
এসময় ১২ জনকে উদ্যোক্তাকে ৫ লক্ষ ৬০ হাজার যুব ঋণের চেক, সফল যুব সংগঠনের তিনজনকে ক্রেস্ট প্রদান এবং একজন সফল নারী উদ্যোক্তা কেস্ট প্রদান করা হয়। এছাড়াও দুটি যুব সংগঠন মানব সেবা এবং উপজেলা যুব ফোরামের মাঝে গাছে চারা বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব আলী, এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগাম অফিসার নাথান চৌকিদার, উপজেলা যুব ফোরাম সংগঠনের সভাপতি জাহিদ ইকবাল, মানবসেবা সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ, ছাত্র প্রতিনিধি আবু হাসান, আলমগীর হোসেন, স্থানীয় প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি ও তরুণ উদ্যোক্তাগণ।