ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৪ ১০:১৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭৮ বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ৫৩তম জাতীয় সমবায় দিবস র্যালি, আলোচনা সভা, খাল ব্যবস্থা প্রদর্শনী, বৃক্ষের চারা ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় 'সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ'। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর দিবসটি পালন করা হয়।
শনিবার (২ নভেম্বর) সকাল এগারোটায় উপজেলা পরিষদ হতে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সমবায় কর্মকর্তা মো. হারুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। এরপর শ্রেষ্ঠ সমবায় সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ীকে শুভেচ্ছা পুরস্কার প্রদান এবং অন্যান্য সমবায় সমিতির প্রতিনিধিদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মো. আব্দুর রাজ্জাক রাজু, বীরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বারী পলাশ, বড়শিবপুর কোতাপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ আতোয়ার রহমান, পূর্ব রূপনারায়নপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, টুটিকাটাখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কোষাধক্ষ্য মো. জাহাঙ্গীর আলম, ধামইরহাট উপজেলা আদিবাসী আর্থ সামাজিক উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি ইলিয়াস মার্ডি, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ ও বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা।