ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শুক্রবার যে পথ দিয়ে যাবে বিএনপির ‘স্মরণকালের সেরা’ র‍্যালি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৪ ১৭:৩৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৪ বার


শুক্রবার যে পথ দিয়ে যাবে বিএনপির ‘স্মরণকালের সেরা’ র‍্যালি

ঢাকা: ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীতে স্মরণকালের সেরা বর্ণাঢ্য র‍্যালি করবে বিএনপি।  

শুক্রবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‍্যালি শুরু হবে এবং মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

 

 

এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিএনপি সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে এরপর র‍্যালিটি কাকরাইল মোড়-কাকরাইল মসজিদ-মৎস্যভবন-ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট-শাহবাগ-হোটেল শেরাটন-বাংলামোটর-কারওয়ান বাজার-ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে সমাপ্ত হবে।  

র‍্যালি শুরুর পূর্বে নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই র‍্যালি হবে দেশের ইতিহাসে স্মরণকালের সেরা র‍্যালি।  


   আরও সংবাদ