ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকেরের অভিষেক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৪ ১৭:১৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২২ বার


টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকেরের অভিষেক

প্রথম ম্যাচে হেরে বাংলাদেশ অনেকটাই কোণঠাসা। সিরিজ বাঁচাতে দ্বিতীয়টিতে জয়ের বিকল্প নেই।

এরপর আসবে সিরিজ জয়ের ভাবনা। মেহেদী হাসান মিরাজ অবশ্য জানিয়েছেন, তাদের চোখ আপাতত এক ম্যাচে।  

 

শারজাহতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করবে বাংলাদেশ।  ব্যাটাররা শুরুতে উইকেটে সুবিধা পাবেন, এমন ভাবনায় ব্যাটিং নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার বিশ্বাস, বোলাররাও পরে সুইং পাবেন। আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি বলেছেন, বাংলাদেশকে ২৪০ রানের মধ্যে আটকে রাখতে চান।

চোটের কারণে এ ম্যাচের একাদশে থাকবেন না মুশফিকুর রহিম, সেটি জানা গিয়েছিল আগেই। তার জায়গা নিয়েছেন আরেক উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক। এটি তার অভিষেক ওয়ানডে। আর লেগ স্পিনার রিশাদ হোসেনকে বাদ দিয়ে নেওয়া হয়েছে নাসুম আহমেদকে।  

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।


   আরও সংবাদ