ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৪ ১৪:৪৫ অপরাহ্ন | দেখা হয়েছে ২৮ বার
রংপুর রাইডার্সের জার্সিতে সাধারণত থাকে নীলের ছোঁয়া। তবে এবার তারা ব্যতিক্রম।
লাল-সবুজের ওপর ভিত্তি করে বানানো হয়েছে অনুশীলন জার্সি। কেন এমন করা হলো? কারণ এবার রংপুর রাইডার্স শুধু তাদের নয়, প্রতিনিধিত্ব করতে যাচ্ছে পুরো দেশের।
গায়ানায় অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল টি-টোয়েন্টিতে পাঁচ দেশ থেকে অংশ নিচ্ছে পাঁচটি দেশ। বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে রংপুর রাইডার্স। শনিবার মিরপুরে এ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
তিনি বলেন, ‘সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা খুব ভিন্ন ধরনের একটা ঘটনা। বাংলাদেশের একটা দল গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে, এমনটা আগে কখনও হয়নি। এটা একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের ক্রিকেটকে। ’
‘রংপুর রাইডার্সকে অভিনন্দন। তারা এই মুহূর্তে যতগুলো দল ছিল, তাদের মধ্যে সেরা দল হিসেবেই এখানে যাচ্ছে। একটা পরীক্ষিত খেলোয়াড়দের নিয়ে, সংগঠিত একটা দল নিয়ে তারা যাচ্ছে। আমরা আশা করবো তারা ওখানে ভালো করবে। ’
আগামী ২৭ নভেম্বর পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের। এজন্য ২২ নভেম্বর গায়ানার উদ্দেশ্যে উড়াল দেবে দল। এই টুর্নামেন্টে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে রংপুর, এমন আশা প্রকাশ করেন বিসিবি পরিচালক ফাহিম।
তিনি বলেন, ‘শুধু ভালো করাই না, এটা একটা অভিজ্ঞতা। আমাদের অনেক জাতীয় দলের খেলোয়াড় এর মধ্যে যাচ্ছে। সবার জন্যই এটা একটা অভিজ্ঞতা হবে। রংপুর রাইডার্স শুধু তাদের প্রতিনিধিত্ব করছে তা না, তারা বিসিবিকে কিংবা তার চেয়েও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে এই টুর্নামেন্টে। আমি আশা করবো তারা তাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করবে। আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে। ’