ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়লো এক মাস

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৪ ২০:৩৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৮ বার


সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়লো এক মাস

ঢাকা: সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে।  

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সম্পদের হিসাব জমা দেওয়া যাবে বলে রোববার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু তাহের মো. মাসুদ রানা সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য সিলগালা খামে কর্তৃপক্ষ বরাবর দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

নতুন সরকার গঠিত হওয়ার পর সরকারি ১৫ লাখ কর্মচারীকে সম্পদের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতায় নিয়ে আসা হয়। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার সময় ছিল।

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন, আমাদের ১৫ লাখ সরকারি কর্মচারী। অনেকেই বুঝতেছেন না কীভাবে হিসাব বিবরণী জমা দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যেহেতু রিটার্ন জমা জমা দেওয়ার সময় এক মাস বাড়িয়েছে। আমরাও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।


   আরও সংবাদ