ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৪ ১৬:২৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১০ বার
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলের ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ সংঘর্ষ দুপুর পর্যন্ত চলে।
দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ীর ডেমরা এলাকা।
এই সংঘর্ষের আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কারও কারও প্রশ্ন, কেন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী এ সংঘাত ঠেকাতে পারলো না।
আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে না যাওয়া প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ ব্যাখ্যা দিয়েছেন। বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, ‘শত চেষ্টার পরেও, বসে সমাধান করার আহ্বান জানানোর পরেও শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো থেকে আটকানো গেলো না। অ্যাগ্রেসিভনেস ও প্রস্তুতি দেখে আইনশৃঙ্খলা বাহিনীও স্ট্রিক্ট অ্যাকশনে যায়নি। কোনো প্রকার অ্যাকশনে গেলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রদের মধ্যে সংঘর্ষ ও রক্তপাত হতো। ’
সব পক্ষকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘একত্রে দেশ গড়ার সময়ে সংঘর্ষের মতো নিন্দনীয় কাজে জড়ানো দুঃখজনক। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। ’