ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

চাইনিজ সুপার সেলুন ও জেন্টস পার্লারের শুভ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৫ ০৯:৩৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭৮ বার


 চাইনিজ সুপার সেলুন ও জেন্টস পার্লারের শুভ উদ্বোধন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে এই প্রথম বিদেশী মানের মানসম্মত এসি চাইনিজ সুপার সেলুন ও স্পা বডি ম্যাসাজ এন্ড জেন্টস বিউটি পার্লার এর শুভ উদ্বোধন করা হয়েছে।  
অদ্য দুপুর ১২ টার সময় স্থানীয় ওয়ালটন মোড় সেন্ট্রাল প্লাজার  ২য় তলায় ওই চাইনিজ সুপার সেলুন আনুষ্ঠানিক ভাবে শুভ  উদ্বোধন করেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেণু,এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট  সমাজ সেবক ও মার্কেট মাৰিক শরিফ শাহ চৌধুরী শম্ভু ,বাবলুর রহমান সহ গন্যমান্য বাক্তিবর্গ। প্রতিষ্ঠানের প্রোপাইটর মোঃ রেজাউল করিম সকল শ্রেণী পেশার মানুষের জন্য  সুলভে সেবা দিবেন বলে জানান।
 


   আরও সংবাদ