ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এবার নিজ দলের লোকজনকে টিকা নিতে বললেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৬২ বার


এবার নিজ দলের লোকজনকে টিকা নিতে বললেন ট্রাম্প

ক্ষমতায় থাকতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসকে পাত্তা না দিলেও এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন মহামারির দাপট। আর এ কারণেই তার বিলম্বিত বোধোদয় হয়েছে। নিজ দলের লোকজনকে দ্রুত করোনার টিকা নিতে আহ্বান জানিয়েছেন তিনি। খবর বিবিসির। একটি মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। রিপাবলিকান দলের লোকজনকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, করোনার এ টিকা খুবই কার্যকারী ও নিরাপদ। আপনারা সবাই এ টিকা নিন মহামারিকে প্রতিরোধ করতে।

আগে ট্রাম্পের ভক্তদের একটি গ্রুপই টিকাবিরোধী প্রচারণা চালিয়ে ছিল। ট্রাম্প নিজেও এ ভাইরাসকে খুব একটা পাত্তা দিতেন না। করোনার সবচেয়ে নাস্তানাবুদ অবস্থা এখন যুক্তরাষ্ট্রের। মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বিবেচনায় করোনায় সবচেয়ে ভয়াবহ অবস্থা এখন যুক্তরাষ্ট্রের। গত জানুয়ারিতে ট্রাম্প গোপনে সস্ত্রীক করোনার টিকা নেন হোয়াইট হাউসে। এবার এ টিকা নিতে দলের সবাইকে প্রকাশ্যে আহ্বান জানালেন তিনি।
 


   আরও সংবাদ