ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে বৃৃদ্ধার মৃত্যু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬০৪ বার


কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে বৃৃদ্ধার মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধার নাম মর্তভান বেওয়া (৭৫)। এ সময় আগুনে পুড়ে দুটি আধাপাকা ঘরসহ ৪টি গরু ও ১টি ছাগল ভষ্মিভূত হয়। মঙ্গলবার গভীর রাতে উপজেলার পশ্চিম ছাট গোপালপুর গ্রামে আব্দুল মজিদের বাড়িতে এ ঘটনা ঘটে। কয়েলের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুন ছড়িয়ে পড়ায় ওই বৃদ্ধা ঘর থেকে বের হতে না পারায় তিনি দগ্ধ হয়ে মারা যান বলে তার স্বজনরা জানান।

নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইমন মিয়া জানান, ৯৯৯ নম্বরে ফোনকল পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। আগুন ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় একজন বৃদ্ধার মৃত্যুসহ বসতবাড়ী, আসবাবপত্র, ৪টি গরু ও ১টি ছাগলসহ আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

এ ব্যাপারে ভূরুঙ্গামারী  থানার ওসি আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


   আরও সংবাদ