ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পাকিস্তান দলে কেন ১১২ কেজির ক্রিকেটার?

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৬০ বার


পাকিস্তান দলে কেন ১১২ কেজির ক্রিকেটার?

পাকিস্তান সুপার লিগে ৫ ম্যাচে করেছিলেন ২০০ রান, স্ট্রাইক রেট ১৭০.৯৪। এ বারের প্রতিযোগিতায় তিনিই এক মাত্র শতরানকারী। শারজিল খানের ধারাবাহিকভাবে রান পাওয়াই তাকে জায়গা করে দিয়েছিল পাকিস্তানের টি২০ দলে। তবু তাকে পছন্দ নয় কোচ মিসবাহ উল হকের। কারণ, শারজিল মোটা। ১১২ কিলোগ্রাম ওজনের শারজিলের তাই প্রথম একাদশে জায়গা হয়নি। মিসবার মতে শারজিল ক্রিকেট খেলার জন্য উপযুক্ত নন। তার ওজন বেশি হওয়ায় এমন মত মিসবাহর। কোচের সঙ্গে একমত অধিনায়ক বাবর আজমও। তবে এই মত মানতে পারছেন না প্রধান নির্বাচক মোহম্মদ ওয়াসিম। তিনি বলেন, 'দলে জায়গা পেতে ফিটনেস এক মাত্র মাপকাঠি হতে পারে না। গত বছর ও ছন্দে ছিল না, কিন্তু এ বার ওর ব্যাটে রান রয়েছে। কেউ রান করছে, অথচ তাকে দলে নেয়া হবে না, এটা সম্ভব নয়।'

মিসবাহর মতে শারজিলকে দলে নিলে আরো অনেকে সুযোগ পেয়ে যাবে ফিটনেস না থাকলেও দলে খেলার। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের রাখিম কর্নওয়াল বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ৫ উইকেট নেন। তাঁর ওজন প্রায় ১৪০ কিলো ছুঁইছুঁই। ৫টি টেস্টে ইতিমধ্যেই ২৭টি উইকেট তার দখলে।


   আরও সংবাদ